
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু রোদবৃষ্টি উপেক্ষা করে করোনা ও বন্যায়(জাজিরা-পালং)-এর ক্ষতিগ্রস্ত পরিবারের খোজখবর নিতে গিয়ে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়েছেন।
ইকবাল হোসেন অপু এমপি সহ শরীয়তপুরের সকল জনপ্রতিনিধিদের রোগমুক্তি কামনায় ‘শরীয়তপুর যুব সমাজ কল্যাণ সংস্থা’র দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১৪ আগষ্ট বিকেল সাড়ে ৫টার দিকে শরীয়তপুর যুব সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে সংস্থার নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন শরীয়তপুর যুব সমাজ কল্যাণ সংস্থা’র উপদেষ্টা এডভোকেট আবু হানিফ, শরীয়তপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আ: সালাম, শরীয়তপুর যুব সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি মো: হাছান মাছুদ খান, সেক্রেটারি মো: জাকির হোসেন বেপারী, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের জেলা সভাপতি মো: মোনায়েম খান, ট্রাক চালক সমিতির সভাপতি হায়দার সিকদারসহ অনেকে।
দোয়া ও মোনাজাতে শোকাবহ ১৫ আগষ্ট স্মরণ করে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের জন্য মাগফিরাত কামনা এবং ইকবাল হোসেন অপু এমপিসহ শরীয়তপুর জেলার সকল অসুস্থ জনপ্রতিনিধিদের সুস্থতার জন্য ও তাদের পরিবারের জন্য দোয়া করা হয়।