
শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে ১৩ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের এঁর ৪৫তম শাহদাত বাষিকী ও জাতীয় শোক দিবস পালনের সিন্ধান্ত নেওয়া হয়। আইন-শৃঙ্খলা কমিটির সভায় শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী অফিসারের মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পালং-মডেল থানার ওসি (তদন্ত) আশ্রাব আলী, সদর উপজেলার প্রকেীশলী জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী নারী নেত্রী সাবিনা-ইয়াসসিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম শেখ, সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিক ও সদর উপজেলার সংশ্লিষ্ট ১৩ জন কর্মকর্তাগণ জুম ত্র্যাপ এর মাধ্যমে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, করোনা ও বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে সাধারন মানুষের সেবায় ত্রাণ ও সামগ্রী দিতে গিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম তফাদার এবং সদর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম কোতায়ালসহ তিনজন শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা সকলে তাদের সুস্থতার জন্য দোয়া করব। করোনাভাইরাস সময়কালে প্রতিটি মানুষকে মাস্ক পড়ানো ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রক্ষার্থে নিয়মিত ভাবে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ভোক্তা অধিকার কর্মকর্তার মাধ্যমে হোটেল ও রেস্তরা, বিভিন্ন খাবারের দোকান মানসম্মত রাখতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে। সরকারের নিদের্শনা মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে, প্রতিটি মানুষকে মাস্ক পড়ে স্বাস্থ্য ভাল রাখতে হবে। করোনা উপসর্গ দেখা দিলে সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে। ফল-মুল, মাছ, দুধ, শাক-সবজি, লেবুর রস খেতে হবে। মানুষের স্বাভাবিক খাদ্য খেতে হবে। বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়াটা উত্তম। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের সতর্ক থাকতে হবে। বাল্যবিবাহ, নারীর প্রতি যৌন হয়রানি, মাদকদ্রব্য, জঙ্গিবাদ, মদপান, জুয়া ও ইভটিজিংসহ এ ধরনের ঘটনা ঘটলে পুলিশের অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করতে হবে। মজিববর্ষ উপলক্ষে ক্ষতিগ্রস্থ মানুষকে করোনা, ডেঙ্গু, বন্যা, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচন্নতাসহ সকল কাজের সহজকরন করে সাধারন জনগণের দোরগোড়ায় পৌছে দিতে হবে। প্রতিটি মানুষকে আতংক নয়, সচেতন করতে হবে।