
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ পৌরসভার নির্বাচনী জরুরী সভায় শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি’র শুভাগমনে ভেদরগঞ্জ পৌরসভার বার বার নির্বাচিত সফল মেয়র হাজী আব্দুল মান্নান হাওলাদারের মিছিলে জনতার ঢল হয়েছে।
রবিবার ৬ ডিসেম্বর বিকাল ৪ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আসন্ন পৌরসভার নির্বাচনের উপলক্ষে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সরকারি এম এ রেজা ডিগ্রী কলেজের সামনে থেকে হাজারও জনতার মিছিল নিয়ে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হন মেয়র হাজী আব্দুল মান্নান হাওলাদার।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিম রাজ্জাক এমপি, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র হাজী আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা কালীন কমান্ডার আব্দুল মান্নান রাড়ী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান বেপারী, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ সহ প্রমুখ।