
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
‘কমলা রঙ্গের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’- প্রতিপাদ্য নিয়ে বুধবার ৯ ডিসেম্বর বেলা ১১ টায় ভেদরগঞ্জ উপজেলা গেইটের সামনের সড়কের ওপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার তানভীন আল নাসীফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ভেদরগঞ্জ থানার (ওসি) রাশেদুল ইসলাম বাড়ী সহ প্রমুখ।