Sunday 11th May 2025
Sunday 11th May 2025

ভেদরগঞ্জে ভেকু দিয়ে ফসলি জমি কাটায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

ভেদরগঞ্জে ভেকু দিয়ে ফসলি জমি কাটায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
ভেদরগঞ্জে ভেকু দিয়ে ফসলি জমি কাটায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষকান্দি গ্রামের নিউ বিসমিল্লাহ ব্রিকের নামের ইটের ভাটার পাশেই ২টি ভেকু দিয়ে ফসলি জমি কাটার অপরাধে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ৭ ডিসেম্বর সন্ধায় উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহিষকান্দি এলাকায় অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সংকর চন্দ্র বৈদ।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার মহিষকান্দি গ্রামে ফসলি জমি কেটে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি ও পুকুর মৎস প্রকল্প করার অপরাধে দুইটি ভেকু বন্ধ করে দেওয়া হয়।

ভেকুর মালিক কবির ঢালীকে মঙ্গলবার ৮ ডিসেম্বর ভেদরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত করে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা ভূমি কর্মকর্তা সংকর চন্দ্র বৈদ।