
শরীয়তপুরে নতুন করে কারো করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া যায়নি। বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮৪০ জন। নতুন করে ০৪ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। নতুন করে কাউকে মৃত ঘোষণা করা হয়নি। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
জেলায় নতুন সুস্থ হওয়া ০৪ জনের মধ্যে জাজিরা উপজেলার ০১ জন ও গোসাইরহাট উপজেলার ০৩ জন।
বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় কারো নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়নি। এ পর্যন্ত জেলায় মোট ৮ হাজার ৯৯৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। যার মধ্যে মোট ৮ হাজার ৯১৮ জনের ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৭৪৭ জন, জাজিরায় ২০৬ জন, নড়িয়ায় ২২৫ জন, ভেদরগঞ্জে ২৪২ জন, ডামুড্যায় ১৯২ জন ও গোসাইরহাটে ২২৮ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১৮৪০ জন।
১০ ডিসেম্বর পর্যন্ত উপজেলাভিত্তিক সুস্থ রোগির সংখ্যা- সদর উপজেলায় ৭২৮ জন, জাজিরায় ২০৩ জন, নড়িয়ায় ২১৪ জন, ভেদরগঞ্জে ২৩১ জন, ডামুড্যায় ১৯১ জন ও গোসাইরহাটে ২২৬ জন। মোট সুস্থ ১৭৯৩ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা পজিটিভ রোগির সংখ্যা- ২৪ জন।
এ পর্যন্ত উপজেলাভিত্তিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা- সদর উপজেলায় ০৪ জন, জাজিরা উপজেলায় ০২ জন, নড়িয়া উপজেলায় ১১ জন, ভেদরগঞ্জে ০৫ জন ও ডামুড্যায় ০১ জন। মোট মৃতের সংখ্যা ২৩ জন।