
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বুধবার ১৬ ডিসেম্বর শিক্ষক-শিক্ষিকা ও নির্বাচিত হাউস লিডারদের অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে বিজয় দিবসের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এ বছর করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের ছাড়াই বিজয় দিবসের আয়োজন সম্পন্ন হয়।
সকাল ৯ টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ পুলিশের সাবেক সফলতম আইজিপি, মজিদ জরিনা ফাউন্ডেশনের সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি একেএম শহীদুল হক বিপিএম পিপিএম। এ সময় কলেজ অধ্যক্ষ ফরিদ আল হোসাইন ও শিক্ষক -শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও উপস্থিত হাউস লিডারগণ জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন।
এরপর কলেজ ক্যাম্পাসে অবস্থিত “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” ভিত্তিক মূরালে শহীদদের স্মরণে ও বীর বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর কলেজ অডিটোরিয়ামে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা, বিজয় দিবস ভিত্তিক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ পর্বে কলেজ অধ্যক্ষ ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি একেএম শহীদুল হক বিপিএম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নূরুল হক বেপারী ও মজিদ জরিনা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য সাকিব বিন শহীদ।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে কলেজের শিক্ষকগণ এ আয়োজন উপভোগ করেন।