
তৃনমূল পর্যায়ের ছাত্রলীগ নেতা-কর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর-বিনোদপুর-মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক-২০২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর বিকেল ৪টার দিকে সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে চন্দ্রপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু। তিনি বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন অধিকার সংক্রান্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে প্রবীণ সংগঠণ হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি সংগঠণ। এ সংগঠণের ছাত্রলীগের নেতৃবৃন্দরা হবে নেশামুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত। কোন নেশাগ্রস্ত, মাদকাসক্ত ও সন্ত্রাসের স্থান ছাত্রলীগে স্থান পাবে না। আমরা তৃনমূল পর্যায়ে ছাত্রলীগের কমিটিতে নেশাগ্রস্ত, মাদকাসক্ত ও সন্ত্রাসের স্থান দিব না। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য উত্তরসূরী জননেতা ইকবাল হোসেন অপুর নেতৃত্বে আমরা শরীয়তপুরে ছাত্রলীগকে আদর্শ ছাত্রলীগ হিসেবে গঠণ করবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ওমর ফারুক পাংকু, শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহবায়ক মো: মহসিন মাদবর, যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ। সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জেলা সহ-সভাপতি আশাদুজ্জামান শাওন-এর সভাপতিত্বে ও সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান।
প্রধান বক্তা ছিলেন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সিকদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জেলা সহ-সভাপতি খন্দকার গোলাম কাইয়ুম সোহেল, বাংলাদেশ ছাত্রলীগের জাজিরা উপজেলা শাখার রুবেল বেপারী, বাংলাদেশ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর চৌকিদার, শরীয়তপুর জেলা ছাত্রলীগের হিরো মাদবর, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাকিব, বাংলাদেশ ছাত্রলীগের জাজিরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মাদবর, শরীয়তপুর সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী, সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার, শরীয়তপুর পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহান ও সাধারণ সম্পাদক রাকিব হাসান।
এছাড়া জেলা, উপজেলা ও চন্দ্রপুর-বিনোদপুর-মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে সম্মেলনের প্রধান বক্তা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সিকদার চন্দ্রপুর-বিনোদপুর-মাহমুদপুর ইউনিয়নের ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি করার উদ্যোগ গ্রহণ করেন।