
শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে গণকবরস্থান ও বৃদ্ধাশ্রম গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, জনদরদী, গরীব ও মেহনতী মানুষের বন্ধু মো. রমিজ উদ্দিন খানঁ।
আসন্ন শরীয়তপুর পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডে তিনি একজন কাউন্সিলর প্রার্থী। নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে রমিজ খান ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দ্বারে দ্বারে ঘুরে মানুষের দোয়া, আশির্বাদ ও তাদের সেবা করার সুযোগ চাচ্ছেন। পাশাপাশি এলাকার উন্নয়নে এবং সুখে দুখে জনগনের পাশে থাকার প্রতিশ্রতি দিচ্ছেন। ৩নং ওয়ার্ডের চরপালং গ্রামের মমিন উদ্দিন খানের ছেলে রমিজ খানঁ গত নির্বাচনেও কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন। পরে বাচ্চু বেপারীকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাড়াঁন। এবার বাচ্চু বেপারী মেয়র পদে নির্বাচন করার ঘোষনা দেওয়ায় রমিজ খাঁন এবারও কাউন্সিলর পদে নির্বাচনে লড়বেন বলে আশা ব্যক্ত করেছেন এবং এলাকাবাসীর আশা আকাঙ্খা পূরণের প্রতিশ্রুতি দিচ্ছেন। সৎ মেধাবী তরুণ্যের প্রতীক রমিজ খাঁনকে এলাকার অধিকাংশ মানুষ কাউন্সিলর হিসেবে পেতে আগ্রহী।
রমিজ উদ্দিন খাঁন বলেন, এলাকার জনগন আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উৎসাহ জুগিয়েছেন। এলাকাবাসী চাচ্ছে আমি নির্বাচনে অংশগ্রহন করি। জনগনের পছন্দের মনোনিত প্রার্থী হিসেবে আমি নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করছি। আশা করছি মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। জনগন তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি জনগনের প্রতি চির কৃতজ্ঞ থাকবো এবং জনগনের আশা আকাঙ্খা পূরণে আপ্রাণ চেষ্টা করে যাবো।
আমি নির্বাচিত হতে পারলে ৩নং ওয়ার্ডে একটি গণকবরস্থান ও বৃদ্ধাশ্রম গড়ে তুলবো। এছাড়া আমার অনুন্নত এলাকার যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। আমার কৃষি প্রধান এলাকার জন্য পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে খাল সংস্কার করা হবে। যাতে কৃষকরা ধান চাষ সহ তাদের কৃষি কাজে পানির অভাব পূরণ করতে পারে। এজন্য আমি এলাকাবাসীর দোয়া ও আশির্বাদ কামনা করছি।