শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

অধিকতর উন্নয়নে শরীয়তপুর স্টেডিয়ামে ১৬ কোটি টাকা ব্যয়

অধিকতর উন্নয়নে শরীয়তপুর স্টেডিয়ামে ১৬ কোটি টাকা ব্যয়

শরীয়তপুর বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ১৬ কোটি টাকা ব্যয়ে অধিকতর উন্নয়নের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। রবিবার (১৪ মার্চ) দুপুরে তিনি এ ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।

এ সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম, শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান, জেলা পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান সিকদার, শরীয়তপুর জেলা পরিষদের উপসচিব দিদারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: শামীম হোসেন ও শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জনসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


error: Content is protected !!