Sunday 11th May 2025
Sunday 11th May 2025
ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

অধিকতর উন্নয়নে শরীয়তপুর স্টেডিয়ামে ১৬ কোটি টাকা ব্যয়

অধিকতর উন্নয়নে শরীয়তপুর স্টেডিয়ামে ১৬ কোটি টাকা ব্যয়
অধিকতর উন্নয়নে শরীয়তপুর স্টেডিয়ামে ১৬ কোটি টাকা ব্যয়

শরীয়তপুর বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ১৬ কোটি টাকা ব্যয়ে অধিকতর উন্নয়নের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। রবিবার (১৪ মার্চ) দুপুরে তিনি এ ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।

এ সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম, শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান, জেলা পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান সিকদার, শরীয়তপুর জেলা পরিষদের উপসচিব দিদারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: শামীম হোসেন ও শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জনসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।