
১৭ই মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ক্ষুধার্ত পথযাত্রীদের খাবার বিতরণ করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু।
বুধবার(১৭ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে ইকবাল হোসেন অপু তার নিজ বাড়ির সম্মুখে নিজ হাতে রিকশা শ্রমিক, ভ্যান শ্রমিক, অটো শ্রমিক, বাসশ্রমিক, ট্রাক শ্রমিকসহ বিভিন্ন ক্ষুধার্ত পথযাত্রীদের মাঝে খাবার বিতরণ করেন।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, জাজিরা উপজেলা আওয়ামী লীগ নেতা বাবুল আকন, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ ও জেলা ছাত্রলীগ নেতা আশাদুজ্জামান শাওনসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠণের প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ইকবাল হোসেন অপু এমপি বলেন, আজ ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গসংগঠণ বিভিন্ন আয়োজন করেন। তারই ধারাবাহিকতায় আমরা জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠণ সকাল থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেককাটা ও আলোচনা সভা এবং ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণের আয়োজন করি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |