মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরের চিকন্দী আইনজীবী সমিতির সভাপতি হাতেম আলী, সাধারণ সম্পাদক কামাল হামিদী

শরীয়তপুরের চিকন্দী আইনজীবী সমিতির সভাপতি হাতেম আলী, সাধারণ সম্পাদক কামাল হামিদী

উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে শরীয়তপুরের চিকন্দী আইনজীবী সমিতির নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকন্দী আইনজীবী সমিতির কার্যালয়ে শুধুমাত্র সভাপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এ্যাড. হাতেম আলী মিয়া। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি এ্যাড. আব্দুল মান্নান হাওলাদার পান ১৭ ভোট। চিকন্দী আইনজীবী সমিতির মোট ৪৬ জন ভোটারের প্রত্যেকে ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে চিকন্দী আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার এড. ইসকান্দার আলী মিয়া ফলাফল ঘোষণা করেন।

বাকি ১২টি পদই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। তারা হলেন, সহ-সভাপতি এ্যাড. জালাল আহমেদ (সবুজ), সাধারণ সম্পাদক এ্যাড. কামাল হামিদী, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. রুবায়েত আনোয়ার (মনির), কোষাধ্যক্ষ এ্যাড. মো. আব্দুল বাতেন ঢালী, লাইব্রেরী সম্পাদক এ্যাড. আনিসিদ্দি তালুকদার, দপ্তর সম্পাদক এ্যাড. নূরে আলম (হিরু), প্রচার ও সাংস্কৃতি সম্পাদক এ্যাড. জয়নাল আবেদীন, সদস্য এ্যাড. জাকির হোসেন তালুকদার, এ্যাড. মাহবুবা শিল্পী, এ্যাড. মো. আতাউর রহমান হাওলাদার, এ্যাড. আকতারউজ্জামান খান ও এ্যাড. মিজানুর রহমান (পিন্টু)।

চিকন্দী আইনজীবী সমিতির নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এড. জামল ভূঁইয়া ও এড. মেহেদী মান্নান হামিদী।

চিকন্দী আইনজীবী সমিতি ১৮৭২ সালে প্রতিষ্ঠিত হলেও এই প্রথম ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।


error: Content is protected !!