
মহামারী করোনা ভাইরাস মোকাবেলা ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী বাজারে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
৭১-এর সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে শনিবার (০৩ এপ্রিল) সকাল ১০ টায় এই মাস্ক বিতরণ শুরু করা হয়।
মাস্ক বিতরণ কর্মসুচি উদ্বোধন করেন ৭১-এর সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সরদার গোলাম মোস্তফা। সহযোগিতায় ছিলেন চিকন্দী পুলিশ ফাঁড়ির আইসি আব্দুল আজিজ সহ পুলিশের একটি দল।
এছাড়া ৭১-এর সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. খলিলুর রহমান হাওলাদার, এসআই জ্যোতির্ময়, বিশ্বজিৎ, চিকন্দী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সোহাগ খান, স্থানীয় রাজু খান, তৌহিদ খান, রবিন ঢালী, রাজু হাওলাদার, শফিক শফিক মাদবর ও বিল্লাল ফকির প্রমুখ মাস্ক বিতরণ কর্মসুচিতে অংশ নেন।