
সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুসরণ করে নানা কর্মসূচী পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিট।
এ উপলক্ষে সোমবার (১৯ এপ্রিল) সকালে শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিটের সেক্রেটারী, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও শরীয়তপুর জজ কোর্টের জিপি এ্যাড. আলমগীর মুন্সী’র নেতৃত্বে এসব কর্মসূচী পালন করা হয়।
এ ব্যাপারে এ্যাড. আলমগীর মুন্সী বলেন, করোনা ভাইরাসের আতঙ্ক এখন বিশ্বজুড়ে। করোনার প্রভাব শরীয়তপুরেও পড়েছে। তাই করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রাস্তায় নেমেছি। শহরের রাস্তায় রাস্তায় সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করেছি। ভবিষ্যতেও এসব কর্মসূচী অব্যাহত থাকবে।