
শরীয়তপুরের সখিপুরে ১০ কেজি গাঁজাসহ আবুল কাশেম সোহেল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। মঙ্গলবার ৬ ডিসেম্বর দুপুরে শরীয়তপুর- চাঁদপুর নসিংহপুর ফেরীঘাট থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আবুল কাশেম সোহেল লক্ষীপুর কমলনগর উপজেলার তোরাবগন্জ ইউনিয়নের চর পাগলা মৃত, নুর মোহাম্মদের ছেলে। এসময় অভিযান চালিয়ে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নোয়াখালী থেকে দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলাসহ বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে আসছে একটি সিন্ডিকেট। সংবাদ পেয়ে শরীয়তপুর-চাঁদপুর নরসিংহপুর ফেরী ঘাট এলাকায় অভিযান চালানো হয়। পরবর্তীতে ১০ কেজি গাঁজাসহ সোহেল নামে এক মাদক ব্যবসায়ীর আটক করা হয়েছে, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আগামী কাল শরীয়তপুর আদালতে পাঠানো হবে।
#