
ওসি মো. আসাদুজ্জামান আসাদ হাওলাদার আবারো জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন । ১৩ ডিসেম্বর-২০২২ মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ মাসিক কল্যাণ সভায় শরীয়তপু জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল হক তার হাতে সনদ তুলে দেন।
সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় শরীয়তপুরের সখিপুর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদারকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার সনদ হাতে তুলে দেয়া হয়।
জানা যায় সখিপুর থানা এলাকাটি চর অঞ্চল থাকায় সন্ত্রাস, মাদক, ইভটিজিং, মারামারি, কাটাকাটি, হানাহানি হিসেবে পরিচিত ছিল।
ওসি হিসেবে আসাদুজ্জামান যোগদানের পর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় কয়েক লক্ষ টাকার মাদক। থেমে যায় ইভটিজিং এর কার্যক্রমও।
এর আগেও মো.আসাদুজ্জামান হাওলাদার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ১৭ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছে।
ওসি মো. আসাদুজ্জামান আসাদ হাওলাদার বলেন, এটা আমার একার কৃতিত্ব নয়, থানার সব অফিসার ও ফোর্সদের কৃতিত্ব। এখানকার সাংবাদিকগন ও আমাকে সর্বাধিক সহযোগিতা করেছে, যার কারনে আজ আমি জেলার শ্রেষ্ঠ পুরস্কার সনদ পেয়েছি, এর আগেও আমি
১৭ বার জেলার শ্রেষ্ট পুরুস্কার পেয়েছি,এবং আমি চেষ্টা করব, এই থানাটি একটি আধুনিক মডেল থানা হিসেবে গড়ে তুলার।