শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদার সাথে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫১ তম জাতীয় মহান বিজয় দিবস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল এর বিশেষ দিক নির্দেশনায় ১৪-ডিসেম্বর প্রথম প্রহর থেকে ১৬-ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন আয়োজন ও উৎসবের আমেজে পালিত হয়েছে ৫১ তম জাতীয় বিজয় দিবস।
১৪-ডিসেম্বর প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ৫ শত মোমবাতি প্রজ্বলন করার মধ্য দিয়ে শুরু হয় এবারের বিজয় দিবস উদযাপন। সকাল ১০ টায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে একটি আলোচনা সভা এবং বাদ যোহর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়। ১৫ ও ১৬-ডিসেম্বর উপজেলা পরিষদসহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।
১৫-ডিসেম্বর উপজেলা পরিষদে চিত্রাঙ্কন, রচনা ও দেশাত্মবোধক সংগীতের প্রতিযোগিতার আয়োজন করা হয় শিক্ষার্থীদের মধ্যে। এছাড়া জাজিরায় প্রথমবারের মত করে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সূধীজনদের মধ্যে লাল-সবুজ পাঞ্জাবি এবং শাড়ি উপহার প্রদান করা হয়। ১৬-ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান এর ৩১ বার তোপধ্বনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল এর যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন দিয়ে শুরু হয় মূল আয়োজন।
এরপর উপজেলা প্রশাসন, জাজিরা প্রেসক্লাব ও উপজেলা আওয়ামিলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৮ টায় সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও সিভিল ডিফেন্সসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শণ করা হয়।
বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারগুলো নিয়ে আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। বাদ যোহর বিভিন্ন মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনার আয়োজন এবং উপজেলার হাসপাতাল ও বিভিন্ন এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়। বিকেলে উপজেলা প্রশাসন বনাম সূধী ও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সবশেষ সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমি ও আগত অতিথি শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের বিজয় দিবস উদযাপন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ জব্বার আকন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পারভিন আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সভাপতি মাষ্টার জিএম নুরুল হক ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান, জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর, উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণীর জনপ্রতিনিধিগন।