সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলা প্রশাসক

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলা প্রশাসক

শিক্ষা-নৈতিকতা-মানবতা-দেশপ্রেম এ শ্লোগান এবং “বিজ্ঞানে নয় ভয়, চর্চায় হবে জয়” প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এ নবম আন্ত:স্কুল ও কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দুইদিন ব্যাপী এ সমাপনী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টল পরিদর্শন এবং মেলার স্টল প্রদর্শনীর স্থান নির্ধারণী পুরষ্কার বিতরণ করেন শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। এ সময় জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, তেমনি আমাদের নিজেদের সত্তাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। বিজ্ঞানের দ্রুতগামীতার কারনে আমাদের অতীতকে অনেক সময় আমরা অস্বীকার করে যাচ্ছি, যা আমাদের জন্য মোটেও সমীচীন নয়। “বিজ্ঞানে নয় ভয়, চর্চায় হবে জয়” এ প্রতিপাদ্যের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান চর্চার সাথে সাথে নিজ সত্তারও চর্চা করি।

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদুজ্জামান।

উল্লেখ্য, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজটি ইতিমধ্যে শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। কলেজ পর্যায়ে ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরষ্কার লাভ করেছে। সকল দিক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুন্ন রাখতে সক্ষম হবে বলে মনে করেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম।


error: Content is protected !!