সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং

প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামানের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামানের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের মুক্তি এবং সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকগণ মানববন্ধন করেছে। শরীয়তপুর বন্ধুসভা ও বিভিন্ন সাংবাদিক সংগঠণের উদ্যোগে সোমবার ৩ এপ্রিল সকাল ১০টায় শরীয়তপুর শহীদ মিনারের সামনের সড়কে আয়োজিত মানববন্ধন থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানানো হয়।

মানববন্ধনে প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, স্থানীয় সাপ্তাহিক বালুচর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম.এ ওয়াদুদ মিয়া, সাপ্তাহিক সপ্তপল্লী সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি আবুল হোসেন, দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি শেখ খলিলুর রহমান, এটিএন বাংলা টেলিভিশন জেলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, একুশে টিভি’র জেলা প্রতিনিধি আবুল বাসার, চ্যানেল টুয়েন্টি ফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি নুরুল আমিন রবিন, এখন টিভি’র জেলা প্রতিনিধি কাজী মনির, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ছগির হোসেন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শাকিল, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি এস এম মজিবুর রহমান, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি বিএম ইশ্রাফিল, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রাজিব হোসেন রাজন, বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি নয়ন দাস, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আবদুল খালেক পেদা ইমন, দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল আলম ইমন, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি বেলাল হোসাইন, দৈনিক নয়া শতাব্দীর পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুল, দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি মিরাজ সিকদার, দৈনিক ইত্তেফাক পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি আসাদ গাজী, দৈনিক যায়যায়দিন পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন হিরু, দৈনিক কালের কন্ঠ পত্রিকার ডামুড্যা উপজেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান সিহাব সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্টিং এবং অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানানো হয়। সোমবার সকালে শরীয়তপুর শহীদ মিনারের সামনে সড়কে মানববন্ধন থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানানো হয়। সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম আলোর একটি খবরকে কেন্দ্র করে সাংবাদিককে রাতের আঁধারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। প্রথম আলো সম্পাদকসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মধ্যরাতে মামলা করা হয়েছে। এটা মূলত ভয় দেখানোর জন্য ও সাংবাদিকের কণ্ঠ রোধ করার জন্য করা হয়েছে। এ মামলা প্রত্যাহার করতে হবে।

বক্তারা আরও বলেন, বাজারে প্রতিটি দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। মানুষের মধ্যে হাহাকার তৈরি হয়েছে। সাধারণ মানুষের মনের কথা লেখায় প্রথম আলোর ছবিসংবলিত একটি কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এখানে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি। সুনির্দিষ্টভাবে এক দিনমজুরের বক্তব্য তুলে ধরা হয়েছে। কথায় কথায় সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রবণতা বাদ দিতে হবে। এ আইন বাতিল করতে হবে। সাংবাদিক শামসুজ্জামানকে মুক্তি দিতে হবে।

 


error: Content is protected !!