
শরীয়তপুরের ভেদরগঞ্জ বাজার হাসপাতাল রোডের ফটোকপির দোকান মালিক যুবক জাকির হোসেন এর সততায় ফেলে যাওয়া দুই লক্ষ টাকা ফেরৎ পেলেন ওই টাকার মালিক একই উপজেলার মহিষার গ্রামের শুকুর হাওলাদারের ছেলে শহিদুর রহমান নয়ন।
গত ৯ জুলাই সোমবার দুপুরে ন্যাশনাল ব্যাংক ভেদরগঞ্জ শাখা থেকে ২ লক্ষ ৭ হাজার ৩৫০ টাকা উত্তোলন করে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে একটি প্যাকেটে থাকা ২ লক্ষ টাকা হারিয়ে ফেলেন নয়ন। হাসপাতাল রোডের ফটোকপির দোকান মালিক সখিপুর এলাকার মোঃ জাকির হোসেন ২ লক্ষ টাকা পেয়ে ফোনে অবহিত করলে টাকার প্রকৃত মালিক নয়নকে খুঁজে বের করে টাকা হস্তান্তর করা হয়।
এ সময় জাকিরকে শুভেচ্ছা স্বরূপ একটি ওয়াই ফাই রাউটার প্রদান করা হয়।