
বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলায় ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে শরীয়তপুর জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। শুক্রবার শরীয়তপুর সদরের আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯ টায় জাতীয় পতাকা ও সমিতির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিন ব্যাপী ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাস্টার দেলোয়র হোসেনের সভাপতিত্বে ত্রি-বার্ষিকী সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলহাজ্জ্ব আব্দুর রব মুন্সি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্জ্ব মুহাম্মদ আবুবক্কর সিদ্দিক। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় সাধারন সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি বজলুর রহমান মিয়া, আব্দুল মান্নান মাতুব্বর, আলী আসগর হাওলাদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কায়সার আলী শেখ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক হারুর-অর রশিদ, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সাধারণ সম্পাদক আযাদ আবুল কালাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ আনসার উদ্দিন।
সম্মেলনের ২য় অধিবেশনে জেলা সদরে অবস্থিত আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল কে সভাপতি ও নড়িয়া উপজেলার বিঝারী উপসি টি,পি উচ্চ বিদ্যায়রের প্রধান শিক্ষক শেখ নূরুল আমিন রতন কে সাধারাণ সম্পাদক করে ৬৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়েছে।