
ভেদরগঞ্জের সখিপুর ইউনিয়নে পানিতে ডুবে জিসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার সময় এ ঘটনা ঘটে। নিহত জিসান সখিপুর বেপারী কান্দি গ্রামের নাজমুল হাওলাদারের ছেলে। বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, শনিবার দুপুরে সকলের চক্ষু আড়াল করে জিসান বাড়ির পাশের পুকুরে একা একা গোসল করতে নামে। সাতার না জানায় জিসান পানিতে ডুবে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজি করে পুকুরের পনির নিচ থেকে জিসানের লাশ উদ্ধার করা হয়।