বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

ভেদরগঞ্জের সখিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

ভেদরগঞ্জের সখিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ সম্পন্ন হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় সখিপুর থানা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন, ভেদরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত।
এ সময় উপস্থিত ছিলেন, সখিপুর থানা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক জিতু মিয়া বেপারী, চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, জেলা পরিষদ সদস্য আব্দুল কায়ূম পাইক, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, ডিএম খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম মাদবর, কাচিকাটা ইউপি চেয়ারম্যান মাষ্টার হাসেম দেওয়ান প্রমূখ।
এ সময় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।


error: Content is protected !!