
২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশ পরিচালনায় আওয়ামীলীগের দীর্ঘ ৯ বছরে উন্নয়ন অগ্রযাত্রার চিত্র জনসম্মূখে তুলে ধরতে সারাদেশে উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। শরীয়তপুর জেলা প্রশানের চত্তরে বিশাল উন্নয়ন মেলার আয়োজন করেছে শরীয়তপুর জেলা প্রশাসন। সকাল থেকেই দলে দলে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারী-কর্মকর্তাসহ সকল শ্রেণী-পেশার লোকজন উন্নয়ন মেলায় ভীড় করতে শুরু করেন। গতকাল শুক্রবার মেলার দ্বিতীয় দিনে স্টল গুলোতে সাধারণ জনগণকে তাদের সকল সেবা সমূহ তুলে দেখান। সাপ্তাহিক ছুটির দিনে মেলাতে অনেক লোকের সমাগম ছিলো।
জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, গণপুর্ত, সড়ক ও জনপথ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিদ্যুৎ অফিস, এলজিইডি, সমবায়, সমাজসেবা, জেলা সঞ্চয় অফিস, এসডিএস, নুসা সহ বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভীড় ছিল চোখে পড়ার মত। মেলায় ৮৫টি স্টল বসেছে এবছর। ৩ দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে শরীয়তপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবুতাহের আলোচনা সভায় বলেন, এ মেলার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের চলমান উন্নয়ন সাফল্যকে জনগণের সামনে তুলে ধরে সরকারের উন্নয়ন কাজের সঙ্গে তাদের সম্পৃক্ত করা। পাশাপাশি সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সরকারের সাফল্য প্রচার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনগণকে উদ্বুদ্ধ করা।
বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছেন যোগাযোগ, বিদ্যুত, স্বাস্থ্য, শিক্ষা, প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে বলেই আজ সারা বাংলাদেশে একযোগে উন্নয়ন মেলা হচ্ছে। তাই তো সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরতে সারাদেশের ন্যায় শরীয়তপুর জেলাতেও ৩দিনব্যাপী ‘উন্নয়ন মেলা’ অনুষ্ঠিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আব্দুল মোমেন ও সুযোগ্য সিভিলসার্জন ডাঃ মোঃ খলিলুর রহমান প্রমুখ।