সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং

শরীয়তপুরে তারেক রহমানের ফাঁসির দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

শরীয়তপুরে তারেক রহমানের ফাঁসির দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

যাবজ্জীবন নয় তারেক রহমানের ফাঁসির দাবিতে শরীয়তপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহাসিক ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ১৯ জনের ফাঁসির আদেশ দেয়া হয়েছে। আর বাকি ১১ আসামীকে নানা মেয়াদে সাজা দিয়েছেন আদালত।
২১আগষ্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমানের যাবজ্জীবন নয় ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। বুধবার দুপুরে আদালত গ্রেনেট হামলার মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদন্ড আদেশ দেন। কারাদন্ড নয় ফাঁসির দাবি জানিয়ে মিছিল বের করেন তারা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, শ্রমবিষয়ক সম্পাদক আলী আজম মাদবর, স্বাস্থবিষয়ক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম, এ মজলিশ খান, সাধারণ সম্পাদক সেলিম আকন, এ্যাডভোকেট তাইজুল ইসলাম, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মাদবর, শাহিন কোতোয়াল, মোঃ জামাল মল্লিক, রিয়াদ মাল, আমির আলী সরদার, জামাল সরদার, জসিম মাদবর, কবির চৌকিদার, এ্যাডভোকেট পারভেজ রহমান জন, জেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়াল, ছাত্রলীগ নেতা অনিক মাদবর, বাহাদুর সিকদার, মিজান মুন্সী, তপু কোতোয়াল প্রমুখ।


error: Content is protected !!