
শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি, গোসাইরহাট উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, কোদালপুর ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান, শাহেদ পারভেজ আব্বাস মোল্লা গতকাল বুধবার ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। বৃহস্পতিবার (আজ) কোদালপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে, নাতি, নাতনি, ২ ভাই, ৫ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সুত্রে জানা যায়, শাহেদ পারভেজ আব্বাস মোল্লা তৎকালিন ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার গোসাইরহাট থানার কোদালপুর গ্রামে ঐতিহ্যবাহী মোল্লা পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম আলহাজ¦ সামছুল হক মোল্লা। তাঁর শিক্ষা ও কর্ম জীবন শুরু হয় কোদালপুর থেকে। তিনি তিনবার কোদালপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী ছিলেন। গোসাইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে শরীয়তপুর জেলার আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতাকর্মীসহ সামাজিক সংগঠনের লোকজন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |