Sunday 11th May 2025
Sunday 11th May 2025

শরীয়তপুর উইমেন এন্ড চাইল্ড সাপোর্ট সেন্টার কর্তৃক পারিবারিক কলহ সমাধান

শরীয়তপুর উইমেন এন্ড চাইল্ড সাপোর্ট সেন্টার কর্তৃক পারিবারিক কলহ সমাধান

শরীয়তপুর উইমেন এন্ড চাইল্ড সাপোর্ট সেন্টার দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ সংক্রান্ত বিবাদ মিমাংশা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল ৫ নভেম্বর সোমবার মোঃ ইমরান হোসেন মাদবর (২৭), পিতা- মোবারক হোসেন মাদবর, সাং- চর পালং, থানা- পালং, জেলা- শরীয়তপুর কর্তৃক তার স্ত্রী মুক্তা আক্তার (২১), পিতা- তাইজুল ইসলাম বেপারী, সাং- চর পালং, থানা- পালং, জেলা-শরীয়তপুরের বিরুদ্ধে দায়েরকৃত পারিবারিক কলহ সংক্রান্ত অভিযোগটি কাউন্সিলিং এর মাধ্যমে বিকল্পভাবে সমাধান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর উইমেন এন্ড চাইল্ড সাপোর্ট সেন্টারের কর্মকর্তা-কর্মচারি ও উভয় পক্ষের পারিবারিক সদস্যবৃন্দ।