
কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকার মাঝি ইকবাল হোসেন অপু বলেছেন, যারা মাদকের ব্যবসা করে, যারা মাদক সেবন করে, যারা সন্ত্রাসী করে, যারা যুব সমাজ ধ্বংস করে। তাদের সাবধান করে দিচ্ছি, তারা আমার লোক নয়।
ইকবাল হোসেন অপু বলেন, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশের পথযাত্রা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ের বিকল্প নেই।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত ১০ বছরে দেশে উন্নয়নের জোয়ার উঠেছে। বিগত যেকোনো সরকারের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু, মেট্টোরেলসহ বড় বড় উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখতে আগামী ৩০ তারিখ নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে শরীয়তপুর পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অংঙ্গসংগঠনের আয়োজনে স্বর্ণঘোষ দিঘিরপাড় মাঠ প্রাঙ্গণে নির্বাচনি আলোচনা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন, শরীয়তপুর সদর পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ইচাহাক তালুকদার।
ইকবাল হোসেন অপু বলেন, আওয়ামীলীগ উন্নয়ন রাজনীতি করে, আদর্শিক রাজনীতি। বিগত ১০ বছরে দেশের রাস্তাঘাট উন্নয়ন হয়েছে। এমন কোনো গ্রাম নেই সেখানে রাস্তা করা হয়নি। ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছেছে। বঙ্গবন্ধুকন্যা ক্ষমতায় বলেই এসব সম্ভব হয়েছে। তাই দেশের ও নিজেদের উন্নয়নের ভাগ্যযাত্রা অব্যাহত রাখতে ৩০ তারিখ নৌকায় ভোট দিতে হবে।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান উজ্জল আখন্দ, আইন বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন মাঝি, জেলা যুবলীগের সভাপতি এম.এম জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক মো. নুহুন মাদবর, সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সরোয়ার হোসেন বাবুল তালুকদার, শরীয়তপুর পৌরসভা প্যানেল মেয়র মো. বাচ্চু বেপারী, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সামিনা ইয়াসমিন।
এ সময় শরীয়তপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরদার, আওয়ামীলীগ নেতা ডাবলু তালুকদার, শরীয়তপুর পৌরসভা আওমীলীগ নেতা রমিজ উদ্দিন শরীফ, জেলা ছাত্রলীগের আহবায়ক মো. মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, জেলা ছাত্রলীগের নেতা সবুজ তালুকদার, ফরিদ শেখ, এনাম হাওলাদার, মো. খবির শিকদার, ইলিয়াস মগদম, খবির শেখ, জাকির বেপারী, পাবল শিকদার, আরমান শিকদার, রিওন শিকদার, সোহাগ শিকদার, আলমগীর ফকির, আসলাম শিকদার, হৃদয় বেপারী, মাসুদ হাওলাদার, নাজিম বেপারী প্রমূখ উপস্থিত ছিলেন ।