শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে ইকবাল হোসেন অপুর সৌজন্যে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

শরীয়তপুরে ইকবাল হোসেন অপুর সৌজন্যে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শরীয়তপুর-১ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ইকবাল হোসেন অপুর সৌজন্যে শরীয়তপুরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সার্বিক ব্যবস্থাপনায় শু ক্রবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমী মাঠে দুই দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়।
চিকিৎসা প্রদানকালে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ¦ আব্দুর রব মুন্সি, জেলা আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন তোতা, এড. আলমগীর হোসেন মুন্সি, ফারুখ আহম্মেদ তালুকদার, কন্ঠশিল্পী সামিনা ইয়াসমিন, শংকর প্রসাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জানেআলম শেখ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা মোল্লাহ, সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আব্দুস সালাম শেখ ও সাধারন সম্পাদক মো. তাইজুল ইসলাম সরকার প্রমূখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চার জন চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। তারা হলেন- ডা. মো. কুতুব উদ্দিন, ডা. পার্থ প্রতিম বিশ্বাস, ডা. রিফাত ও ডা. হিমেল। ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে এ্যান্টিবায়োটিক ছাড়া রোগীদের সকল প্রকার ওষুধ প্রদান করা হয়।


error: Content is protected !!