শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুর আইনজীবী সমিতির নির্বাচনে চার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

শরীয়তপুর আইনজীবী সমিতির নির্বাচনে চার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে চার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে দেখা যায় এই চারটি পদে একক প্রার্থী রয়েছেন। প্রতিদ্বন্দ্বি না থাকার ফলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এরা হলেন: সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট জামাল ভুইয়া, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান জুয়েল।
অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রচারণা চলছে পুরোদমে। এতে আদালতপাড়া সরগরম হয়ে উঠেছে। সহ- সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ জুলফিকার আলী ও অ্যাডভোকেট মোঃ তাজুল ইসলাম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ কবিরুল ইসলাম, এ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সাধারণ সম্পাদক দুই জন, অর্থ সম্পাদক দুই জন, অডিটর দুই জন, সাধারন সদস্য পদে সাত জন, মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সিনিয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। ২৬ই জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


error: Content is protected !!