
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৩টি ইট ভাটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা নিয়মিত অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে ইট প্রস্তুতে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ৩টি ভাটায় ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও জরিমানার অর্থ আদায় করা হয়।
উপজেলার নিউ ন্যাশনাল ব্রিক্স এর নেমপ্লেটের পরিমাপে কারচুপির অপরাধে ১০ হাজার টাকা, নিউ বিসমিল্লাহ ব্রিকসে ইটের পরিমাপে কারচুপির অপরাধে ৩০ হাজার টাকা ও মেসার্স মেঘলা ব্রিকসে একই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা ও আদায় করে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সুজন কাজী বলেন, ৫ ফেব্রুয়ারী বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলার কয়েকটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। ইটের নেমপ্লেটে ও পরিমাপে কারচুপির অপরাধে উপজেলার ৩টি ইট ভাটায় জরিমানা আরোপ করা হয়। জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যারের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেছে ক্যাব-শরীয়তপুর এর সভাপতি বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের একটি টিম। ইট ভাটা মালিকদের ফর্মা পরিবর্তণ করার জন্য বলা হয়েছে। ১ সপ্তাহের মধ্যে সঠিক পরিমাপের ফর্মা ইট ভাটায় সংযোজন না হলে আবারও অভিযান পরিচালনা করে ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হবে বলে সতর্ক করা হয়েছে।