
প্রায় দুইমাস পূর্বে বাবার সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে শীতবস্ত্র নিতে এসে গান শুনিয়ে জেলা প্রশাসক কাজী আবু তাহেরকে মুগ্ধ করেছিলো শারীরিক প্রতিবন্ধী শিশু ইব্রাহিম মৃধা (১১)। ইব্রাহীমের প্রতিভা দেখে জেলা শিল্পকলা একাডেমীতে ভর্তির ব্যবস্থা করে দেন জেলা প্রশাসক। এবার ইব্রাহীমকে তার গানের ভূবন আরো সমৃদ্ধ করতে এবং গানের প্রতিভাকে বিকশিত করার জন্য একটি টেলিভিশন উপহার দিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। গত ১৯ মার্চ জেলা প্রশাসক তার নিজ অফিস কক্ষে ইব্রাহীমের হাতে টেলিভিশনটি তুলে দেন। এ সময় এডিএম মোতাকাব্বীর আহেমদ, ডিডিএলজি শারজিল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন তালুকদার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুর রহমান শেখ উপস্থিত ছিলেন। টেলিভিশন পেয়ে মহা খুশি শিশু ইব্রাহীম।
পালং তুলাসার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র ইব্রাহীম গোসাইরহাটের দরিদ্র সজল মৃধার ছেলে। তারা বর্তমানে এসপি অফিসের পিছনে ভাড়া বাসায় পরিবারসহ থাকে। বাবা সজল মৃধা শহরে চটপটি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
ইব্রাহীম বলেন, ডিসি স্যার আমার গান শুনে মুগ্ধ হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে ভর্তির ব্যবস্থা করে দেন। এবার তিনি আমাকে একটি টেলিভিশন উপহার দিয়েছেন। ডিসি স্যারের কাছ থেকে টিভি পেয়ে আমি অনেক আনন্দিত। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন বড় শিল্পী হতে পারি।