Sunday 11th May 2025
Sunday 11th May 2025

শরীয়তপুরে গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

শরীয়তপুরে গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে শরীয়তপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তপাদার, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী প্রমূখ। আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় ২৫ মার্চ কালরাতের গণহত্যার কথা স্মরণ করা হয়।