
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি’র মা সৈয়দা আঞ্জুমান নাহার এর মৃত্যুতে শরীয়তপুর সরকারি কলেজের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। গত ২৭ এপ্রিল শনিবার বেলা ১১ টায় শরীয়তপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে শিক্ষক পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি’র মাতা, শরীয়তপুর আইনজীবি সমিতির বারবার নির্বাচিত সভাপতি মরহুম এ্যাড: সুলতান হোসেন মিঞার সহধর্মিনী’র মৃত্যুতে এক শোক প্রস্তাব উত্থাপন ও গ্রহণ করা হয়। ইকবাল হোসেন অপু এমপি’র মায়ের মৃত্যুতে শরীয়তপুর সরকারি কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন যেন মরহুমার আত্মা বেহেস্তের সর্বোচ্চ দরজা জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারেন এবং মরহুমার শোক সন্তপ্ত পরিবারকে যেন ধৈর্য্য ধারন করার তৌফিক দান করেন।