
আদালতের অনুমতিক্রমে সড়ক দুর্ঘটনায় নিহত সেই যুবক সুমন মোল্ল্যার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের ২৪ আগষ্ট সোমবার সকাল ১০টায় মাঝের চরের বাসিন্দা সিরাজ মোল্ল্যার ছেলে সুমন মোল্ল্যার লাশটি উদ্ধার করে সখিপুর থানা পুলিশ।
আদালতের অনুমতিক্রমে এ সময় ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য ও সখিপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন। ১৭ জুলাই সখিপুর ডাক বাংলো সড়ক দুর্ঘটনায় সুমন মোল্ল্যার মৃত্যু হয়।
নিজের মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে মনে করে কোন প্রকার ময়নাতদন্ত ও মামলা ছাড়াই সুমনের লাশ দাফন করা হয়। কিন্তু ঘটনার কয়েকদিন পর স্থানীয় কয়েকজন ব্যাক্তির মাধ্যমে জানা যায়, দেলোয়ার ভূইয়া নামে এক সিএনজি চালকের সিএনজির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয় সুমন মোল্ল্যা। এ সময় এলাকায় চরম উত্তেজনা ও নানা রকম গুঞ্জন সৃষ্টি হয়।
গত ১৩ আগষ্ট ২০২০ নিহত সুমনের মা তাসলিমা বেগম শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ঘটনাটি সম্পর্কে তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের আবেদন জানায়। এ আবেদনের প্রেক্ষিতে ১৪ আগষ্ট ২০২০ সখিপুর থানা পুলিশ মামলা এফ আই আর করেন। মামলা দায়ের করার পরে সখিপুর থানা পুলিশ সখিপুর ইউনিয়নের বেপারী কান্দির বাসিন্দা সিএনজি চালক দেলোয়ার ভূইয়া (৫০) কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দেন।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আসাদুজ্জামান হাওলাদার বলেন, ঘটনা সম্পর্কে মামলা রজ্জু করি। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে লাশটি কবর থেকে উত্তোলন করি। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছি।