সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং অভিযানে জাজিরায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং অভিযানে জাজিরায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যসমূহ প্রতিরোধকল্পে নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে রবিবার ০৫ জুলাই বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার হাসপাতাল রোড ও ব্যাংকের মোড় এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে খাদ্যপণ্যের দোকান ও ঔষধের দোকান পরিদর্শণ করা হয়।

পরিদর্শণকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি করায় মেসার্স মডার্ন ড্রাগ হাউজ ও মেসার্স ফিরোজা মেডিকেল হলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা অনুযায়ী ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মেয়াদউত্তীর্ন ঔষধ ও ফিজিসিয়ান স্যাম্পল জব্দ করা হয়। তদারকিকালে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মান ও মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের দ্বায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হয়। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ও বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে তাগিদ দেয়া হয়।

তদারকিমূলক অভিযানে উপস্থিত ছিলেন জেলা ক্যাব সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন, জাজিরা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার লাইলি ও জেলা পুলিশ এর একটি টিম।


error: Content is protected !!