
শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট ও পাইনপাড়া ওসিমদ্দিন মাদবরের কান্দি বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে বন্যা দুর্গত ১৫০ টি পরিবারের মাঝে জেলা পুলিশের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস.এম. আশরাফুজ্জামান বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলাসহ দেশের ক্রান্তিকালে সব সময় কাজ করছে পুলিশ। বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে বাংলাদেশ পুলিশ বন্যা দুর্গতদের মাঝেও সাহায্য সহায়তা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ জাজিরার মাঝিরঘাট ও পাইনপাড়া ওসিমুদ্দিন মাদবরের কান্দি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করি এবং আমরা ট্রলার যোগে সকলের বাড়ীতে বাড়ীতে গিয়ে আনুষ্ঠানিকভাবে বন্যা দুর্গত ১৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করেছি।
জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বন্যা দুর্গতদের মাঝে আরও ত্রাণ সহায়তা পর্যায়ক্রমে প্রদান করব। আমরা জনগণের আস্থার পুলিশ হতে চাই, জনগনের আস্থা অর্জন করতে চাই। আমরা বাংলাদেশ পুলিশ সব সময় জনগনের পাশে আছি ও থাকবো।
ত্রাণ পেয়ে পাইনপাড়া গ্রামের হায়াতুন নেছা (৩৫) বলেন, বন্যার কারণে আমাদের ঘর পানিতে ডুবে গেছে। আমরা কৃষি কাজ করি। কিন্তু বন্যায় এখন কাজ বন্ধ রয়েছে। এ সংকটের সময় এসপি স্যারে আমাদের ত্রাণ দিয়েছে। তিনবেলা পেট ভরে খেতে পারব। আল্লাহ স্যারকে ভালো রাখুন।
এ সময় জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম, ডিবি ওসি সাইফুল ইসলাম, সমাজ সেবক মো. নেছার উদ্দিন মাদবর, পূর্বনাওডোবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন মাদবর, আওয়ামী লীগ নেতা চুন্নু মাদবরসহ জেলা ও জাজিরা থানা পুলিশের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।