সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

জাতির পিতার কন্যা কখনও অন্যায়ের কাছে মাথা নত করেন না: উপমন্ত্রী শামীম

জাতির পিতার কন্যা কখনও অন্যায়ের কাছে মাথা নত করেন না: উপমন্ত্রী শামীম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অন্যায়ের কাছে কখনও মাথা নত করেননা বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে আওয়ামীলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপমন্ত্রী শামীম বলেন, জাতি পিতা বঙ্গবন্ধু পাকিস্তানি স্বৈরশাষকের সামরিক জান্তাদের বন্দুকের সামনে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও অন্যায়ের কাছে মাথা নত করেননি। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও অন্যায়ের কাছে কখনও মাথা নত করেন না। পদ্মাসেতু নিয়ে দেশী বিদেশী অনেক ষড়যন্ত্র হয়েছে। পদ্মাসেতু নির্মানে বিশ্বব্যাংকের টাকা দেওয়ার কথা থাকলেও দূর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক টাকা দেয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন জাতির পিতার কন্যা কখনও অন্যায়ের কাছে মাথা নত করতে পারেনা।

শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. বাচ্চু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কোতোয়াল, গিয়াসউদ্দিন পাহাড়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর মৃধা, সাধারন সম্পাদক আমির হোসেন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদববর প্রমুখ।

আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে যোগদান করেন। আলোচনা শেষে জাতির পিতার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে গণভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাশেদ উজ্জামান।


error: Content is protected !!