শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং
মাদারীপুরের কালকিনিতে

ইয়াবাসহ শাহজাদা চৌকিদারকে আটক করেছে র‌্যাব

ইয়াবাসহ শাহজাদা চৌকিদারকে আটক করেছে র‌্যাব

র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার কালকিনি থানাধীন আন্ডারচর এলাকায় কিছু অসাধু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ২ ডিসেম্বর রাত সাড়ে ৭ টায় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন আন্ডারচর গ্রামস্থ হাজী করিম খানের হাট এলাকায় অভিযান পরিচালনা করে শাহজাদা চৌকিদার(২৬)কে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করে।

এ সময় আটককৃত আসামীর নিকট হতে ৭০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল এবং ১ টি সীমকার্ড উদ্ধার করা হয়।

আটককৃত শাহজাদা চৌকিদার মাদারীপুর জেলার কালকিনি থানাধীন ক্রোকিরচর গ্রামের আনিস চৌকিদারের ছেলে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার কালকিনি থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা অন্যান্য আলামতসহ মাদারীপর জেলার কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


error: Content is protected !!