রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ ইং, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ ইং

ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদারীপুর জেলার সদর থানাধীন পুরাতন বাজার এলাকায় কিছু অসাধু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহান এর নেতৃত্বে রবিবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৩ টার সময় মাদারীপুর জেলার সদর থানাধীন পুরাতন বাজার এলাকা অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী খাঁ(৪৫) ও মোঃ মেহেদী হাসান অনি(৪২) কে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃত আসামীদের কাচ থেকে ১১ পিস কথিত ইয়াবা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ও ০১টি সীমকার্ড উদ্ধার করা হয়।

গেফতারকৃত মোহাম্মদ আলী খাঁ মাদারীপুর জেলার রাজৈর থানার মোল্লা কান্দি গ্রামের তৈয়ব আলী খাঁ’র ছেলে ও মোঃ মেহেদী হাসান অনি মাদারীপুর সদর থানার কুকরাইল গ্রামের মৃত শাহজাহান কাজীর ছেলে।

আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার সদর থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


error: Content is protected !!