Sunday 11th May 2025
Sunday 11th May 2025

জেলা প্রশাসনের পক্ষ হতে বাস শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জেলা প্রশাসনের পক্ষ হতে  বাস শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
জেলা প্রশাসনের পক্ষ হতে বাস শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১শত বাস শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের বেসরকারি ফান্ড হতে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (০৫ মে) দুপুর সাড়ে ৩ টায় শরীয়তপুর বাস স্ট্যান্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন শরীয়তপুর জেলা প্রসাশক কাজী আবু তাহের। জেলায় ৫ শত শ্রমিকদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে। প্রত্যেক জনকে ১০ কেজি চাল, আধা কেজি ডাল ও ১ কেজি আলু দেয়া হয়।

এ সময় জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, আমরা বেসরকারি সংস্থা, ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে যে সহায়তা পেয়েছি, সেখান থেকে আমরা জেলায় প্রায় আড়াই হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছি। যারা আমাদের অফিসারের ফোনে অথবা ‘৩৩৩’ নাম্বারে ফোন করে আমরা তাদের মাঝে আমাদের এ খাদ্য সহায়তা প্রদান করে থাকি। আজ আমরা ২য় দফায় বাস শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করলাম। যেহেতু তারা সংখ্যায় বেশি, এ কারনে আমরা আজ সামাজিক দূরত্ব বজায় রেখে এখানে তাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছি। আমাদের এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুর রহমান শেখ, সদর সহকারি ভুমি কর্মকর্তা ফাতেমা খাতুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মেদ তালুকদার প্রমুখ।