Sunday 11th May 2025
Sunday 11th May 2025

শরীয়তপুরে আরো ৩৪ জনের করোনা শনাক্ত, নতুন সুস্থ ২৯

শরীয়তপুরে আরো ৩৪ জনের করোনা শনাক্ত, নতুন সুস্থ ২৯
শরীয়তপুরে আরো ৩৪ জনের করোনা শনাক্ত, নতুন সুস্থ ২৯

শরীয়তপুরে নতুন করে আরো ৩৪ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮০১ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৬ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৬, নড়িয়ায় ০৩, ভেদরগঞ্জে ০৫ ও ডামুড্যা উপজেলায় ০৫ জনসহ জেলায় মোট সুস্থ হয়েছে ৫৮৪ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২১১ জন।

এ পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েেছ ৫ হাজার ৮৬০ টি এবং ২৪ ঘন্টায় আরো ৯৫ জনের নমুনা পরীক্ষার ফলাফলসহ এ পর্যন্ত ফলাফল হাতে এসেছে মোট ৫ হাজার ৭৬৯ জনের। ১২ জুলাই রবিবার শরীয়তপুর জেলা করোনা কন্ট্রোল রুমের (রোগ নিয়ন্ত্রণ) ও ফোকাল পার্সন মেডিকেল অফিসার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত রোগীদরে মধ্যে সদর উপজেলায় ১২, জাজিরায় ১২, নড়িয়ায় ০৩, ভেদরগঞ্জে ০১, ডামুড্যায় ০২ ও গোসাইরহাট উপজেলায় ০৪ জনসহ জেলায় কোভডি-১৯ পজিটিভ মোট ৩৪ জন।

১২ জুলাই পর্যন্ত উপজেলা ভিত্তিক মোট শনাক্তের সংখ্যা- সদর উপজেলায় মোট আক্রান্ত ২৬৮ জন ও সুস্থ ১৯৯ জন। জাজিরা উপজেলায় মোট আক্রান্ত ১১১ জন, সুস্থ ৬৫ জন ও মৃত ১ জন। নড়িয়া উপজেলায় মোট আক্রান্ত ১২২ জন, সুস্থ ১০০ জন ও মৃত ৩ জন। ভেদরগঞ্জ উপজেলায় মোট আক্রান্ত ১০৭ জন, সুস্থ ৯১ জন ও মৃত্যু ১ জন। ডামুড্যা উপজেলায় মোট আক্রান্ত ৭১ জন, সুস্থ ৬০ জন ও মৃত ১ জন। গোসাইরহাট উপজেলায় মোট আক্রান্ত ১২২ জন, সুস্থ ৬৯ জন।