Sunday 11th May 2025
Sunday 11th May 2025

ভেদরগঞ্জে পদ্মা নদীতে ইলিশের অভিযানে ৫২ জেলে আটক

ভেদরগঞ্জে পদ্মা নদীতে ইলিশের অভিযানে ৫২ জেলে আটক
ভেদরগঞ্জে পদ্মা নদীতে ইলিশের অভিযানে ৫২ জেলে আটক

শরীয়তপুরের ভেদরগঞ্জ’র পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫২ জন জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য প্রশাসন। এ সময় ১টি স্পীড বোট, ৩ টি ইঞ্জিন চালিত নৌকা ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল সহ ২৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

শনিবার ২৪ অক্টোবর দুপুর ২ টার দিকে ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয় ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুঁড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, আটককৃতদে মধ্যে ১২ জনকে অর্থদণ্ড ও বাকি জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।