Sunday 11th May 2025
Sunday 11th May 2025

শরীয়তপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
শরীয়তপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

শরীয়তপুর পুলিশ লাইন্সে ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

মাস্টার প্যারেড চলাকালীন পুলিশ লাইন্সে কুচকাওয়াজ, পুলিশ ব্যারাক, পুলিশ লাইন্স মেস, রেশন ষ্টোর, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা ও পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা পরিদর্শণ করেন পুলিশ সুপার।

প্যারেড কমান্ডারের দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) আমিনুর ইসলামসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।