Sunday 11th May 2025
Sunday 11th May 2025

চরভাগা জনকল্যাণ যুব সংঘ দরিদ্র ও গরীবের পাশে সব সময়

চরভাগা জনকল্যাণ যুব সংঘ দরিদ্র ও গরীবের পাশে সব সময়

সম্প্রতি সখিপুর থানার চরভাগা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সোবাহান সরদারের ঘর অগ্নিকান্ডে ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকান্ডের ঘটনাশুনে দৌড়ে যান চরভাগা জনকল্যাণ যুব সংঘের সদস্যরা। তখন গরীব সোবাহনের পরিবারের পাশে দাঁড়ান তারা। সোবাহানের পরিবারকে শান্তনা দেন এবং চরভাগা জনকল্যাণ যুব সংঘের সংগঠনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা তুলে দেন ক্ষতিগ্রস্থ’র হাতে। তাছাড়া চরভাগা ইউনিয়নের সাতজন অসুস্থ রোগীর চিকিৎসা বাবদ ১ লাখ টাকাও প্রদান করেন। চরভাগা দুলারচর লঞ্চ ঘাট থেকে উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান স্টেশন পর্যন্ত ৭ কিলোমিটার জায়গা পদ্মায় তলিয়ে যাচ্ছিল তখন এ সংগঠনটি প্রায় ১ লাখ লোক নিয়ে বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেন।
এ সংগঠনটি বৃহস্পতিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে সখিপুর চরভাগা নতুন বাজারে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৫০ জন হতদরিদ্র, অসহায় ও গরীব মানুষদেরকে ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরভাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান সিকদার।
চরভাগা জনকল্যাণ যুব সংঘের সভাপতি জান শরিফ মাঝির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরভাগা জনকল্যাণ যুব সংঘ প্রধান উপদেষ্টা নুরুল হক মাল, সাধারণ সম্পাদক কাদির সরদার, খালেক খালাসী, হুমায়ুন পাইক, আবুল কালাম বেপারী, সুরুজ প্রধানিয়া, মেম্বার নাসির হাওলাদার।
এ সময় চরভাগা জনকল্যাণ যুব সংঘের উদ্যোক্তা মোয়াল্লেম বেপারী, সহসভাপতি মো. জসিম সরদার, আলাউদ্দিন চোকদার, আলমগীর প্রধানিয়া, কোষাদক্ষ সিদ্দিক কবিরাজ, বাচ্চু বেপারী, সম্মানিত সদস্য মেম্বার নুর মোহাম্মদ খাঁন, আব্দুর রহমান পিংকু মাল, আব্দুল হাকিম মাঝি, তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাওলাদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিকদার স্বপন, সদস্য মাসুদ মাঝি, জমশেদ মোল্লা, মাসুদ মাঝি, এনামুল আখন, পালকি শপিংমলের সবুজ বেপারী, হাবিবুল বাশার রিয়াদ ও সেলিম হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।
চরভাগা জনকল্যাণ যুব সংঘের সভাপতি জান শরিফ মাঝি বলেন, ২০১৭ সালের ২৬ মে ১৫০ জন সদস্য নিয়ে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। সংগঠনটিতে বেশিরভাগ সদস্যই প্রবাসী। সংগঠনটি সব সময় অবহেলিত ও গরীব মানের পাশে দাঁড়িয়েছে, সব সময় দাঁড়াবে। সংগঠনটি সব ধরনের জনকল্যাণ মূলক কাজ করে বলে জানান তিনি।