
শরীয়তপুর-২ আসনে (নড়িয়া-সখিপুর) আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামিমের ছবিসহ নৌকা মার্কার লিফলেট বিতরণ করলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা।
নড়িয়া বাজারে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা। শুকবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নড়িয়া পৌর বাজারে লিফলেট নিয়ে বিতরণ ও গণসংযোগ করেন তারা। এসময় তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে এবং নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান তারা।
এসময় শরীয়তপুর জেলা পরিষদের সদস্য আলী আহমেদ কাজী, নড়িয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা, উপজেলা যুবলীগ নেতা ভিপি মোস্তফা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া খাতুন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা ও নড়িয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।