
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ‘বিএমএসএফ’র কেন্দ্রীয় সদস্য সচিব আহমেদ আবু জাফর-এর শরীয়তপুরে আগমন উপলক্ষ্যে ‘বিএমএসএফ’ শরীয়তপুর জেলা শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সোমবার ২৩ নভেম্বর সন্ধ্যায় ‘বিএমএসএফ’ এর অস্থায়ী কার্যালয় দৈনিক রুদ্রবার্তা অফিসে তাকে ফুল দিয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় আহবায়ক, সমকাল প্রতিনিধি ও দৈনিক রুদ্রবার্তার সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম পাইলট, বিএমএসএফ শরীয়তপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি মো: ছগির হোসেন, বিএমএসএফ শরীয়তপুর জেলা শাখার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, বাংলা নিউজ ২৪ ও দৈনিক সংবাদ প্রতিদিন এর জেলা প্রতিনিধি বেলাল হোসাইন ও দৈনিক রুদ্রবার্তার স্টাফ রিপোর্টার নান্নু মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
ঝালকাঠি থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবিরতিকালে তিনি বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।