শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং

ডামুড্যার বাহের চর হোসাইনিয়া দাখিল মাদরাসার নিয়োগ কমিটির বিরুদ্ধে আদালতে মামলা

ডামুড্যার বাহের চর হোসাইনিয়া দাখিল মাদরাসার নিয়োগ কমিটির বিরুদ্ধে আদালতে মামলা

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার বাহের চর হোসাইনিয়া দাখিল মাদরাসা নিয়োগ কমিটির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মাদরাসার জন্য নিরাপত্তা কর্মী ও আয়া নিয়োগ কমিটি বেআইনী ভাবে গঠন করার অভিযোগ এনে এই মামলা করা হয়। উপজেলার বাহের চর এলাকার সিরাজ মিয়ার ছেলে আল মামুন ও জসিম বেপারীর স্ত্রী সুলতানা রাজিয়া বেগম বাদী হয়ে এই মামলা করে। মামলার আসামীরা হলেন বাহের চর হোসাইনিয়া দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি, একই মাদরাসার সুপার, নিয়োগ কমিটির সদস্য ঢাকা মাদরাসা ই আলীয়ার সহকারী অধ্যক্ষ, ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নিয়োগ কমিটির সদস্য ক্বারী মজিবুর রহমান, মাদারীপুরের কালকিনি উপজেরার পরিপত্তর গ্রামের সিরাজ তালুকদারের ছেলে আলী হোসেন, উপজেলার বাহের চর গ্রামের আলী হোসেনের স্ত্রী মোসা. হাওয়া বেগম ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক।

এর পূর্বে এলাকাবাসীর পক্ষে স্থানীয় সান্টু মাদবর ও আনসার উদ্দিন হওলাদার ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার বরাবর নিয়োগ প্রাপ্তদের সনদপত্র যাচাইয়ের জন্য আবেদন করেছেন। আবেদনের সেই অনুলিপি মাদরাসা শিক্ষা অধিদপ্তর ঢাকা, জেলা প্রশাসক শরীয়তপুর, জেলা শিক্ষা অফিস শরীয়তপুর ও উপজেলা শিক্ষা অফিস ডামুড্যার অনুকূলে অনুলিপি প্রদান করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, নিয়োগ প্রাপ্তরা নকল সনদের মাধ্যমে নিয়োগ কমিটিকে প্রভাবিত করে এই চাকুরী গ্রহন করেছেন।

এই বিষয়ে মাদরাসার সুপার ও মামলার বিবাদী মাওলানা ইমতিয়াজ উদ্দিন বলেন, সম্পূর্ণ বৈধ ভাবে নিয়োগ কমিটি গঠন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়োগের বিষয়ে কোন অনিয়ম করা হয় নাই। যারা চাকুরির জন্য আবেদন করে কিন্তু চাকরি পায় নাই তারাই এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। কারো কাছ থেকে নকল সনদও গ্রহন করা হয় নাই।


error: Content is protected !!