সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং
ডামুড্যায় বিজয় দিবস উদযাপন

সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় উপজেলার শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় উপজেলার শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যায় শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় উপজেলা শহীদ স্মৃতিস্তম্ভে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সাথে সাথে উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ও সড়কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপরে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ডামুড্যা উপজেলা প্রশাসন ডামুড্যা উপজেলার নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি,শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ,ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা থানার অফিসার ইনর্চাজ শেখ শরীফুল আলম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারি প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান। এ ছাড়াও সকাল ৮ টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এ ছাড়াও দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।


error: Content is protected !!