মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ ইং, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ ইং

সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে নগদ অর্থ সহায়তা

সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে নগদ অর্থ সহায়তা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী লামিয়া ইজিবাইক চালক এর বেপরোয়া গতির কারনে সড়ক দুর্ঘটনায় মারা যায়।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা গ্রামের চর ভয়রা এলাকায়  জেলা প্রশাসকের নির্দেশে নিহতের পরিবার এর পাশে দাড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান। এসময় ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য দেয়া হয়।

লামিয়া (৮) উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকার স্বপন মাঝির মেয়ে। লামিয়া ১০ নং চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

শুক্রবার সকালে বিজয় দিবসের র‍্যালির আয়োজন করে ১০ নং চর ভয়রা সরকারি প্রাথমিক শিক্ষকরা। এতে সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করার জন্য নির্দশন দেওয়া হয়। র‍্যালির শুরু প্রস্তুতির কালে লামিয়া নামের এক শিক্ষার্থী উপরে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ই ওই শিক্ষার্থী মৃত্যু হয়। তাদের পরিবারের কাছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত লামিয়ার পরিবারকে আমরা নগদ ২৫ হাজার করে টাকা ও বিভিন্ন ধরণের খাদ্য সহায়তা দিয়েছি। তাদেরকে সহায়তার পাশাপাশি সমবেদনা ও শান্তনা জানিয়ে এসেছি। কোন কিছুর প্রয়োজন হলে আমাদেরকে জানাতেও বলে এসেছি।এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম।


error: Content is protected !!